কথায় আছে রাখে হরি তো মারে কে? আর এখানে যখন কথা মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে তখন হরি না রেখে আর পারে? সমাজ মাধ্যম জুড়ে কদিন ধরেই চোখে পড়ছিল কিছু জিনিসের নাম এবং সেই নামের অক্ষর সংখ্যা গুনে ৭ বেরোলেই ধোনি ফর এ রিজন। এসব লেখা শুরু হয় মূলত আমাদের ক্যাপ্টেন কুলকে অপমান করার জন্যই।
তবে ওইযে ধর্মের কল বাতাসে নড়ে। তাই ধোনিকে অপছন্দ করে যে ট্রোল সবার সামনে আনা হয়েছিল সেটাই পরবর্তীতে পরিণত হলো ট্রেন্ড এ। শুধু মাহির ফ্যান নয় বরং বড়ো বড়ো কোম্পানি এবং বিখ্যাত সব তারকারাও তাদের কোম্পানির নামের সাথে এই একই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
শুনতে অবাক লাগলেও সত্যি যে ধোনি সেই মানুষ যে ভারতীয় জার্সিতে ভারতকে তিনটি আইসিসির ফরম্যাটেই সেরার সেরা খ্যাতি এনে দিয়েছিলেন। বলাই ভালো তিনি নিজেও কখনো জয়ের দাবিদার হননি। কিন্তু তাও মানুষের মধ্যে এরকম অদ্ভুত বিভ্রান্তির কারণ সকলেরই অজানা।
তবে নতুন পাওয়া এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এক কথায় ক্যাপ্টেন কুলের ভক্তরা কুল ভাবেই সামলে দিয়েছেন তাঁকে অপছন্দ করা মানুষদের।
ছবি সৌজন্যে মিম সেন্ট্রাল ।