আমরা হয়তো অনেকেই জানিনা প্রতিবছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালন করা হয় হাসির দিন। এবারে সেই দিন পড়েছে ৬ই অক্টোবর। হাসি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দুঃখ, কষ্ট, বন্ধুত্ব, ভালোবাসা সবেতেই হাসি না থাকলে এদের মান বোধহয় ফিকে হয়ে যেত। আর আজই সেই হাসির দিন, যা হয়তো আমাদের অনেকেরই নজর এড়িয়ে চলে যেত আর পাঁচটা দিনের মতো। তবে আনন্দের বহিঃপ্রকাশের এই মাধ্যমটি মোটেও ফেলনা নয় তাই দিনটি আর ভুলে গেলে চলবেনা।
প্রতিবছর এই দিনটি "ভালো কাজ, ভালো উল্লাস" এই লাইনটিকে উৎসর্গ করে পালন করা হয়। কিছু সূত্রের খবর অনুযায়ী এবারের বিশ্ব হাসি দিবস ২০২৩ এর থিম ছিল "ছড়িয়ে দাও আনন্দ"।
এই হাস্য দিবসের একটি ইতিহাস আছে। জানা যায় ১৯৬৩ সালে হার্ভি বেল নামের একজন চিত্রশিল্পী একটি হাসি মুখের ছবি আঁকেন। যা শুভ বুদ্ধি ও উল্লাসের চিহ্ন হিসেবে বিশ্বে বিখ্যাত হয়। পরে সময়ের সাথে এই চিত্রের বিকৃত অপব্যবহারে শিল্পীর সৃষ্টির আসল মানে চাপা পরে যেতে থাকে। এই ঘটনা থেকেই বেলের মাথায় বিশ্ব হাসির দিনের ধারণা আসে। যেখানে তিনি ভেবেছিলেন প্রতিবছর অন্তত একটা দিনের আমরা সকলে জন্য একে অপরের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাতে পারি।
প্রথম হাসির দিন পালন হয় ১৯৯৯ সালে। এরপর ২০০১ সালে এই মহান চিন্তার মানুষটি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চলে গেলেও পৃথিবী বাসীর জন্য রেখে গেলেন এক আকাশ ঝলমলে হাসি। তাই হাসুন আর অপরের হাসির কারণ হন!