মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী স্বয়ং সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদাকে পশ্চিমবঙ্গের মুখ হওয়ার জন্য ঘোষণা করেন এবং এদিনই এই বিষয়ের সমস্ত সরকারি কাগজ অর্থাৎ চুক্তি পত্রও তুলে দেওয়া হয় তাঁর হাতে।
তিনি বাংলার হয়ে দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এর আগে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় বাংলার সর্ব প্রথম অ্যাম্বাসেডর হিসেবে নামকরণ করেন অভিনেতা শাহ্ রুখ খান-কে। যেহেতু শাহরুখ বাংলা তথা পশ্চিম বঙ্গের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এর একমাত্র অধিপতি ছিলেন এবং বরাবরই কলকাতাকে ভালো বেসেছেন তাই এতদিন সেই পদে তিনিই বিরাজ করছিলেন।
তবে এদিন সৌরভ গাঙ্গুলিকে বাংলার অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করার পর শাহরুখের ভূমিকা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি মাননীয়া মুখ্যমন্ত্রীকে। তবে নতুন রাজ্যের তথা দেশের সকলের দাদাকে নতুন দায়িত্বে দিয়ে আশ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা হলেও খুশি অনেকেই। বাংলার প্রিন্স পুরো দেশের সামনে বাংলাকে উপস্থাপন করবে ভেবেই খুশি সকলে।
ছবি সূত্রে উইকিপিডিয়া।