সম্প্রতি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল হাওয়া একটি ছবিতে তাঁকে বেশ হাসি মুখে দেখা যাচ্ছে এক ভদ্রমহিলার সাথে। মজা ওড়ানোর সাথে চলছে প্রশংসাও। প্রদত্ত ছবিটি আসলে ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ছবিটি তোলা হয়েছে বর্তমানে অনুষ্ঠিত হওয়া কপ ২৮ সামিটে, যা বর্তমানে হচ্ছে আরবের দুবাইয়ের এক্সপো সিটিতে। আর সেখানেই ২৮ টি প্রতিনিধি দেশের মধ্যে ভারতের তরফে উপস্থিত আছেন মোদী। সেখানেই মেলোনী মহাশয়া এই ছবি তোলেন।
এবং লেখেন " ভালো বন্ধু কপ ২৮ - এ"। এর সাথে একটি হ্যাশ ট্যাগ ও জড়েন মেলোডি বলে। অর্থাৎ মেলোনির মেলো এবং মোদির ডি একত্রে মেলোডি। এই ছবি পোস্টের পরেই সরগরম নেট পাড়া। কেউ বা মজা করে মিমে ভরিয়ে তুলছেন কেউবা বাহবা দিয়ে বলছেন এহেন উন্নত বৈদেশিক সম্পর্ক আগে কখনো ভারত দেখেনি।
ছবি সৌজন্যে জর্জিয়ার ইনস্টাগ্রাম।