ছট পুজো আসলে চারদিন ব্যাপী উৎসব হলেও এই পুজোর তৃতীয় দিনটিকেই আসল হিসেবে ধরা হয়। আর সেই নিয়ম মেনেই এদিন রবিবারই ছট পুজো পালন হতে চলেছে রাজ্য জুড়ে। বলা হয় সূর্য দেব এবং সূর্য পত্নীকে আরাধনা করা হয় এই চারদিন ধরে। সূর্যই জগৎ এবং জীবের উৎস আর এরই জন্য সূর্যকে অর্ঘ্য দিতেই এই পুজো করা হয়।
সাধারনত গঙ্গার পাড়ে সূর্যের দিকে ফিরে সকল এয়স্ত্রীরা মিলে মহা ধুমধাম করে ছট পূজা করেন। এটি আসলে অবাঙালি উৎসব হলেও সময়ের সাথে ছড়িয়ে পড়েছে বাংলাতেও। কার্তিক মাসের নির্ধারিত তিথি মেনেই এই উৎসব পালন হয়। সকালের লাল রবিকে প্রণাম করে এই পুজো শুরু হয়।
ছট পূজার একেক দিন একেক রকম খাবারের চল থাকলেও সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করা প্রধান প্রসাদ হলো ঠেকুয়া এবং কলা। বলা হয় এই দুই প্রসাদের প্রসন্ন হন সূর্য দেব। জীব সৃষ্টির এবং মঙ্গল কামনার এই উৎসব চলে আসছে বছর ধরে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D