সাউথ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার অন্তদেশিও এক দিবসীয় তিন ম্যাচের খেলা। ইতিমধ্যেই খেলা হয়েছে এর প্রথম দুটি খেলা। আর আজ তার অন্তিম ম্যাচ খেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বলান্ড পার্ক স্টেডিয়ামে। ইতিমধ্যেই হওয়া দুই ম্যাচে দুই দলই একটা একটা করে জয় পেয়েছে। অর্থাৎ আজকের ম্যাচের ফলই নিশ্চিত করবে সিরিজ জয়ীদের। ভারতীয় তরুণদের একটি দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন। গত ম্যাচে চোট পেয়েছেন তরুণ স্টার প্লেয়ার ঋতুরাজ গাইকওয়াড।
আর এরকম একটা গুরুত্ব পূর্ণ ম্যাচেই সঞ্জু স্যামসন নিয়ে আসলেন তাঁর প্রথম এক দিবসীয় শতরান। যখন দলের রানের প্রয়োজন ঠিক তখনই সঞ্জুর প্রতাপ দেখলো ভারতীয় ক্রিকেট টিম। খেলতে নেমে প্রথম দশ ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। তার কিছু পরেই আউট হন কে এল রাহুল। তার পরেই সঞ্জুর ধৈর্য্যশীল খেলায় আসে মূল্যবান শত রান। যা ভারতকে একটি সম্মানীয় স্কোর পেতে বিশেষ সাহায্য করলো। দলে তাঁর জায়গা না হওয়ায় দীর্ঘ জল্পনা এবং সমালোচনাও হয় তিনি সুযোগ পেয়ে ব্যর্থ হলে। কিন্তু আজ তাঁর ব্যাট সমস্ত সমালোচনার মুখে দাঁড়ি টেনে দিল। দক্ষিন আফ্রিকার মাটিতে শতরান হাঁকানো নেহাত সহজ নয়।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D