আজ ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো বীর বাল দিবস। এটি শিখদের একটি ধর্মতসব। গতবছর অর্থাৎ ২০২২ সালে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সরকারী ভাবে বীর বাল দিবস পালনের ডাক দেন। এর পিছনে আছে এক করুন ইতিহাস।
বলা হয় মুঘলরা ভারতে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলার প্রাক্কালে প্রায়ই মুঘলরা বিভিন্ন সাম্রাজ্য আক্রমণ করতেন। এভাবেই একদিন মুঘলরা আনন্দপুর সাহেবদের দুর্গ আক্রমণ করে। তখন শিখ দের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং তাঁর পরিবিবার সহ যুদ্ধের কবলে পরেন। এবং তাঁর দুই পুত্র সাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিংয়ের মৃত্যু হয়। জীবিত কালে মুঘলরা বল পূর্বক এই দুই সাহেবজাদাকে নিজেদের ধর্ম পরিবর্তনের জন্য বল প্রয়োগ করতে থাকেন। কিন্তু মাত্র ৫ ও ৮ বছর বয়সী ওই দুই বালক মৃত্যু ভয় না পেয়ে নিজেদের ধর্ম পরিবর্তন না করার সিদ্ধান্তে অটল থাকেন। এবং পরে মুঘলরা তাদেরকে নির্মম ভাবে জীবিত কবর দিয়ে হত্যা করেন।
এই ঘটনায় দুই বালক শহীদের বলিদান মনে রাখার জন্যই প্রতি ২৬ শে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয় ।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D