প্রতি বছর ২রা নভেম্বর শাহ রুখ খানের বাংলো মান্নতের সামনে ভিড় জমায় হাজার হাজার অনুরাগীরা, তাঁদের উদ্দেশ্য একটাই প্রিয় তারকার জন্মদিনে অন্তত একবার হলেও সামনে থেকে তাঁকে দেখা এবং শুভেচ্ছা বার্তা দেওয়া।
এবছরেও তার অন্যথা হয়নি। ২ রা নভেম্বর মধ্যরাতে ভারত বর্ষের প্রায় সব কোনা থেকেই অনুরাগীরা ভিড় করেন। আর প্রতি বারের মতো এবারও কিং খান তাঁদেরকে আশাহত করেননি। তিনি এদিন কালো রঙে ভক্তদের সামনে এসেছিলেন।
শাহ রুখ খান প্রতিবার এইদিন মধ্যরাতে নিজের বাড়ির ব্যালকনিতে আসেন নিজের ভক্তদের ধন্যবাদ জানাতে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা কখনো কখনো নিয়ে আসেন উপহার। তাদের সকলের উদ্দ্যেশে ধন্যবাদ জ্ঞাপন করাই থাকে তাঁর লক্ষ্য।
এদিনের মধ্যরাতে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কালো পোশাকে শাহ রুখ খান ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন ফ্লাইং কিস সাথে দু হাত মেলে সেই আইকনিক পোজ তো আছেই। সেলিব্রেশনের পর তিনি এক্সে অর্থাৎ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন "এটা অবিশ্বাস্যকর যে আপনাদের এত জন এসেছিলেন আমাকে মধ্যরাতে শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আমি একজন সাধারণ অভিনেতা। আমার কাছে সব থেকে খুশির ব্যাপার এটাই যে আমি একটু হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি। আমি আপনাদের ভালোবাসার স্বপ্নে বেঁচেছি। সকলকে ধন্যবাদ আপনাদের আনন্দ দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য। সকলের সাথে সকালে দেখা হচ্ছে, পর্দায় বা পর্দার বাইরে।"