মহম্মদ শামির উন্থান, মনোনীত হলেন অর্জুন সম্মানের জন্য:
14 December 2023
7 Viewed 7
চলতি ২০২৩ বর্ষের আইসিসি আয়োজিত এক দিবসীও পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো ভারতের মাটিতে। সেখানেই ভারত দ্বিতীয় স্থানে শেষ করে নিজেদের সফর। আর এই গোটা সফরে আগুন প্রত পারফরম্যান্স দেন মহম্মদ শামি। টুর্নামেন্টের শুরুতে সুযোগ না পেলেও পরবর্তীতে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান হার্দিক পান্ডিয়া এবং এর ফলে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। আর এই দূর্ঘটনাটি শামির দরজা খুলে দেয়। সুযোগ হয় খেলার। এরপর থেকে তিনি আর নিরাশ করেননি ভারতকে। যেখানে আশা শেষ সেখান থেকেও উইকেট এনে দিয়েছেন বারংবার। শেষ রক্ষা না করতে পেরে এই জন্যই ভেঙে পড়তে দেখা গিয়েছিল এই চমৎকার শামিকেই। মাত্র ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ২৪ টি উইকেট যা চলতি বিশ্বকাপে একক সর্বোচ্চ।
আর এই চমৎকার পারফরমেন্সের জন্যই তাঁকে মনোনীত করা হয়েছে ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় দের পুরষ্কার অর্জুন পুরষ্কার। জার উপহারের টাকার অঙ্ক ১৫ লক্ষ টাকা। এই পুরষ্কার বিশিষ্ট খেলোয়াড় দের ভালো পারফরম্যান্স এর উপর ভিত্তি করে দেওয়া হয়। জানা যায় মহাভারতের শ্রেষ্ঠ তীরন্দাজ পাণ্ডব ভাই অর্জুনের নাম অনুসারেই এই পুরস্কারের নামকরণ করা হয়। আর এবার এরই দাবিদার হলেন মহম্মদ শামি।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D