দেখতে দেখতে বছর শেষ সবার জন্য রইলো নতুন বছরের কিছু পরামর্শ:
29 December 2023
9 Viewed 9
আর মাত্র দুটো দিন তার পরই আসবে নতুন একটা বছর জীবনকে নতুন ভাবে সাজিয়ে তোলার আরও একটা সুযোগ। পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করার নামই নববর্ষ। আর এই নববর্ষে কি সংকল্প নেবেন এবং তা কিভাবে অটুট রাখবেন তার উপরেই আজকের এই প্রতিবেদন।
আমরা সকলেই বছরের শুরুতে যে যার মতো সংকল্প বা রেজোলিউশন গ্রহণ করি কেউ বা হেলথি থাকার, কেউবা পড়াশুনো শুরু করার, কেউবা সুন্দর দেখানোর, কেউবা নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকার। তবে দেখা যায় বছর শেষে কোনোটিই আমরা ঠিক মেনে উঠতে পারিনা। এবং বিভিন্ন কারণে নিজেদের দুঃখ দিয়ে বসি। তাই বিশিষ্ট মনোবিদরা বলছেন রেজোলিউশন বা সংকল্প এক বছরের না ভেবে এক দিনের ভাবলে বেশি সুবিধা হয়। এবং এই একদিন একদিন করে ভালো থাকতে থাকতে গোটা বছরটা ভালো থাকা হয়ে যায়। আরও খেয়াল রাখতে হবে আমরা নিজেদের মনের কথা বলার মানুষটা যেনো বুঝে নিয়ে তবেই বাছি।আমরা যদি ধৈর্য্য রাখি নিজের উপর বিশ্বাস রাখি তবে শুধু একটা গোটা বছর কেনো গোটা জীবনটাই ভালো ভাবে কাটিয়ে দেওয়া যায়। তাই আর থেমে নয় শুরু করুন জীবনের নতুন অধ্যায় এই নতুন বছর থেকে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D