আজ কোজাগরী লক্ষ্মীপুজোর রাতেই হবে ২০২৩এর শেষ চন্দ্রগ্রহণ। কথিত আছে প্রতি আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে গৃহস্থের বাড়ি বাড়ি আসেন। যার জন্য প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই প্রতি দুর্গা দশমীর চারদিন পর এই পুজোর আয়োজন করা হয় সুখ ও ধন লাভের আশায়।
এবার এই শুভ তিথির সাথে পড়েছে চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দৃশ্যমান হবে। কিছুদিন আগের সূর্যগ্রহণ হলেও তা ভারত থেকে অদৃশ্য ছিল। কিন্তু এই আংশিক চ্ন্দ্রগ্রহন আজ রাত ১টা বেজে ৫মিনিট থেকে ২টো ২৪মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে।
মহাকাশ গবেষণা কেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা যাবে গ্রহণ। অথবা নির্ধারিত সময়ের মধ্যে খালি চোখেও এই গ্রহণ দেখা যাবে। তবে পুরোপুরি চাঁদকে ঢাকা পড়তে দেখা যাবেনা তাই এটি আংশিক গ্রহণ।
২০২৫ সালের আগে ভারত থেকে আর কোনো চন্দ্রগ্রহণ চাক্ষুষ যোগ্য হবেনা তাই এই মহাজাগতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে সকলেই উদগ্রীব হয়ে আছেন।
ছবি সংগৃহীত।