হাজার একটা জল্পনা কাটিয়ে ফের আমি কেকেআর হুঙ্কার দিলেন গৌতম গম্ভীর। যিনি কিনা আইপিএলের ইতিহাসে কেকেআরের জন্য সব থেকে বেশি সফল। তিনি একবার দলের প্লেয়ার হিসেবে (২০১২) এবং পরে দলের অধিনায়ক হিসেবে (২০১৪) দলের জন্য ট্রফি জিতেছেন, তাই তাঁর সাফল্যের গ্রাফ কেকেআরের ক্ষেত্রে অন্য সবার থেকে বেশি উঁচুতে।
আর এতদিনের সমস্ত ফিসফিস কথার শেষ করে আজই অফিসিয়াল ভাবে যোগ দিলেন কেকেআরের শিবিরে। তবে এবার আর প্লেয়ার বা ক্যাপ্টেন নয়, বরং আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ রূপে দেখা যাবে গৌতম গম্ভীর কে। এবার তিনি কেকেআরের পাশে থাকবেন গৌতম গম্ভীর দি মেন্টর হিসেবে।
এই খুশিতে আনন্দের উচ্ছাসে ভাসছে ফ্যানেরা। সমাজ মাধ্যমে একাধিক পোস্টের বন্যা বইছে। স্বয়ং শাহ্ রুখ খান ও নিজের আনন্দ প্রকাশে বিরত থাকতে পারেন নি। তিনি জানিয়েছেন গৌতমকে ফিরে পেয়ে কেকেআর এবার নতুন ভাবে নতুন আমেজে খেলবে। বলা বাহুল্য ২০১৪ সালের পর কেকেআর এখনও পর্যন্ত ট্রফি শূন্য। এবারে ভালো খবর আসবে আসায় দিন গুনছে কেকেআর ফ্যানেরা।
এদিকে গৌতম গম্ভীরও একটি ইন্টারভিউতে নিজের অনুভূতির কথা জানিয়ে বলেছেন তিনি কলকাতায় ফিরতে পেরে আপ্লুত। তিনি নাম্বার ২৩ তিনি কেকেআর।
ছবি সৌজন্যে কেকেআরের সমাজ মাধ্যম একাউন্ট।