১৯৪৯ সালে ২৮ শে আগস্ট এদিনটি প্রথম ঘোষণা করা হয়। সেখান থেকেই ৭৫ বছর ধরে এই দিন টি পালন করে আসছে ভারতের সাধারণ নাগরিকরা। সারাবছর তারা দেশের জন্য সীমানায় দাড়িয়ে পাহারা দেয়, তাদের জন্য একটা দিন মানুষের এই উদ্যোগ টি সকল ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়।
২০০ বছর পরাধীন জীবন কাটানো থেকে আজ অবধি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে বহু বীরেরা। তারা দেশ মা কে ভালবেসে তার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছে, রেখে গেছে নিজের সজনহারা পরিবার। সেই সব পরিবারের সুবিদার্থে, যাতে তাদের দৈনন্দিন জীবন কিছুটা উন্নত করা যায়, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।
গত ৭ই ডিসেম্বর দেশ জুড়ে পালিত হলো ৭৫তম সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এদিন দেশের সমস্ত বীর সন্তান ও শহীদ দের উদ্দ্যেশে সারা দেশের সাধারণ নাগরিকেরা সেনা বাহিনী সংক্রান্ত স্টিকার ,দেওয়াল চিত্র ব্যাগ, টুপি ও ব্যাচ ইত্যাদি বিক্রয় করে সেনাদের ত্রাণ তহবিলে টাকা তুলে দেয়।
তাই রাস্তাঘাটে কাউকে কখনো সেনাবাহিনীর সম্পর্ক যুক্ত কিছু বিক্রয় করলে আর পিছিয়ে থাকবেননা আপনিও এগিয়ে আসুন এক পদক্ষেপ ভারতীয় সেনার উন্নতি সাধনে।
ছবি সৌজন্যে উইকিপিডিয়া।