মুখ্যমন্ত্রীর তরফে নতুন বছরে রাজ্যসরকারি কর্মচারীদের ৪% ডিএ উপহার:
21 December 2023
25 Viewed 25
প্রায় এক বছর আগে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কর্ম ধর্মঘটের ডাক দেন ধর্নায় বসেন ডিএ বাড়ানোর দাবিতে। পরে সুপ্রিম কোর্ট রাজ্যকে কর্মচারীদের পাওনা ডিএ মিটিয়ে দেওয়ার আদেশ দেন। এবং রাজ্য সরকার তাঁর কর্মচারীদের ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এরপর সময় কেটেছে কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়নি। এদিন ফের ডিএ প্রসঙ্গে নবান্ন বাস স্ট্যান্ডে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্নায় বসলে পুলিশের হস্তক্ষেপে তাঁদের ধর্নার স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেন এবং জানান ২২ থেকে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনেই ধর্নায় বসতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই রায়ের পরই আজ বৃহস্পতিবার কলকাতার অ্যালেন পার্কের বড়দিনের একটি উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান নতুন বছরের ১লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি সমস্ত কর্মচারীদের এবং পেনশনভোগীদের প্রাপ্ত টাকার উপর ৪% ডিএ বৃদ্ধি করা হলো।
তিনি আরো জানান যে এতে সরকারের বাৎসরিক খরচ অনেকটাই বৃদ্ধি পাবে। রাজ্যের তহবিলে টাকা কম থাকলেও রাজ্য কর্মচারী এবং তাঁদের পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D