ভারতীয় হিসেবে আমাদের সবার জেনে রাখা দরকার যে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে কি, চলুন জেনে নিই, আর্মড ফোর্সের ফ্ল্যাগ ডে আসলে হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। যা প্রতি বছর ৭ই ডিসেম্বর পালন করা হয়ে থাকে। এবছর বৃহস্পতিবার এই বিশেষ দিনটি উজ্জাপিত হলো।
এবছর দিনটির ৭৫তম বছর। ১৯৪৯ সালের ২৮ শে আগস্ট এই দিনটির ঘোষণা করা হয়। আর ১৯৪৯ সাল থেকেই প্রতিবছর এই দিনটি পালন করতে যোগ দেন ভারতের সাধারণ নাগরিকরা। এদিন ভারতের জন্য সীমানায় পাহারা দেওয়া সশস্ত্র বাহিনীর সমস্ত সেনাদের এবং শহীদ সেনাদের সম্মান জানাতে, তাঁদের এবং অবসরপ্রাপ্ত সেনাদের জীবন এবং পরিবারের মঙ্গলার্থে ব্যাচ, টুপি , স্টিকার, দেওয়াল চিত্র বিক্রয় করে টাকা তুলে দেওয়া হয় ভারতীয় সেনা তহবিলে।
আর এই কাজ টি করে ভারতের সাধারণ নাগরিকরাই। অর্থাৎ যারা তাদের জন্য সারা বছর জীবন হাতে নিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকে তাদেরই জন্য একটা দিন সাধারণ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই রাস্তায় নামেন।
ছবি সৌজন্যে উইকিপিডিয়া।