২০১৯ সালের পুলোয়ামা জঙ্গি হামলা কাণ্ডের পর জারি হয়েছিল ৩৭০ ধারা। যেটি শুধুমাত্র বিপদকালিন পরিস্থিতিতেই জারি করা যেতে পারে। এর পর থেকেই ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।
অবশেষে গত সোমবার সুপ্রিম কোর্টের রায় সম্পূর্নভাবে স্পষ্ট করে দিয়েছে যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ একেবারে বৈধ। CJI স্পষ্ট ভাবেই জানিয়েছেন ৩৭০ ধারা হলো সম্পূর্ন অস্থায়ী একটি বিধান, সেটি বাতিল করার অধিকার অবশ্যই রয়েছে দেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দায়ের করা হয়েছিল , সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট অবশেষে জম্মু কাশ্মীর কে মুক্তির রায় দিয়েছে। কোর্ট আরও বলেছে যে জম্মু কাশ্মীর এ যত শীঘ্রই সম্ভব নির্বাচন করানো উচিত। আশা করা হচ্ছে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যেই আমরা জম্মু কাশ্মীর এ বিধানসভা নির্বাচন দেখতে পাবো।
আশা করা যায় চলতি বছর থেকেই আমরা আমাদের ভূস্বর্গ কাশ্মীরকে আবার তার নিত্য ছন্দে ফিরতে দেখতে পাবো। এ বিষয়ে আশাবাদী স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।