দীপাবলি আসলে আলোর উৎসব। সমস্ত অন্ধকারের শক্তির বিনাশ করতে ধুমধাম করে এই দিনটি পালন হয়। কোথাও জ্বালানো হয় ১৪ প্রদীপ কোথাও বা অগণিত। তবে বলা হয় যদি স্থান এবং দিক বিচার করে প্রদীপ রাখা হয় তবে সংসারের কল্যাণ হয়, দেব কৃপা লাভ করা যায়। ঘি এবং তেল উভয়েরই প্রদীপ ব্যবহার করা যেতে পারে। তবে স্থানের গুরুত্ব মাথায় রাখতে হবে।
বলা হয় গৃহে যেখানে ঠাকুর প্রতিষ্ঠা আছে সেখানে সর্ব প্রথম প্রদীপ জ্ঞাপন করতে হয় এতে দেব দেবীদের দৃষ্টি আকর্ষিত হয়। এদিন সব দিক ই শুভ তাই বলা হয় যদি চার মুখ বিশিষ্ট কোনো প্রদীপ সারা রাত জ্বালানো যায় তবে গৃহের কল্যাণ নিশ্চিত।
এছাড়া প্রদীপ দেওয়ার সময় গৃহের সর্বত্র যাতে আলো বিরাজ করে সেদিকেও নজর দিতে হবে। এদিন অন্ধকার তাড়িয়ে সমস্ত খারাপের অবসান করাই লক্ষ্য।
তবে নজর রাখতে হবে শুভ জিনিস আকৃষ্ট করতে যে প্রদীপ জ্বালানো হচ্ছে তা যেনো কোনো ভাবে পায়ে বা অবহেলায় না থাকে। তাই সাবধানে সেগুলিকে জলে বিসর্জন দেওয়াই উপযুক্ত।
ছবি সৌজন্যে গুগল।