কলকাতার রাজপথ সেজে উঠেছে বড়দিন আর বর্ষবরণের উৎসবে। আর বড়দিন উদযাপনের ক্ষেত্রে কলকাতার প্রাণকেন্দ্র হয়ে ওঠে পার্ক স্ট্রিট চত্বর। পুরো কোলকাতা জুড়েই এই উৎসবে আলোয় সাজলেও পার্ক স্ট্রিটের রোশনাই এবং জাঁকজমক যেনো একটু বেশিই থাকে।
এবারও তাঁর অন্যথা হয়নি। প্রতিবারের মতো ইতিমধ্যেই পার্ক স্ট্রিট চত্বর সেজে উঠেছে বিভিন্ন বিদেশী আলোর সাজে। দেশের মাটিতে এক টুকরো বিদেশ হয়ে সেজেছে এই এলাকা। ক্রিসমাস ট্রি, আলো, সান্তা, শ্লেজ গাড়ি সবই চোখে পড়বে। শুধু সাজগোজ নয় চোখে পড়বে ব্রিটিশি খাবারও। কেক, পেস্ট্রি থেকে শুরু করে হাতে তৈরি চকোলেট আর সাথে রঙ বে রঙের জুস এবং পানীয়র দোকানও চোখে পড়বে। দেশের মাটিতে এক ফোঁটা বিদেশের স্বাদ পেতেই উৎসব প্রিয় বাঙালির ঢল নামে পার্ক স্ট্রিটের রাস্তায়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয় বলে নিরাপত্তার বিষয়ে কড়া ভাবে নজর চালায় লাল বাজারও। এবারে লাল বাজার সূত্রের খবর অনুযায়ী পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। বাড়তি সতর্কতা জারি রাখতে বাড়ানো হবে উৎসব এলাকায় কর্মরত টহল দেওয়া পুলিশদের সংখ্যা। এক কথায় উৎসব প্রিয় বাঙালি যাতে কোনো ঝঞ্ঝাট ছাড়াই বড়দিন উৎযাপন করে সাদরে বর্ষবরণে মেতে উঠতে পারে সেই দায়িত্ব নিয়ে প্রস্তুত প্রশাসন।
ছবি সংগৃহীত।