উৎসব প্রিয় বাঙালির জীবনে বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর সেখান থেকেই শুরু হয় বাঙালির একেরপর এক উৎসব। প্রথমে দুর্গা পুজো থেকে শুরু হয়ে পরপর হয় কোজাগরী লক্ষ্মী পুজো, ধনতেরাস, কালী পুজো, দীপান্বিতা লক্ষ্মী পুজো আর এই সব উৎসবের শেষে দাঁড়ি টানে ভাইফোঁটা। অর্থাৎ শারদুৎসব থেকে ভাইফোঁটা এর মধ্যে বাঙালির আনন্দের অভাব হয়না। আর এই এত গুলো উৎসবই হয় এক মাসের মধ্যেই।
আর সেই ভাইফোঁটা এখন বাঙালির দরজায় কড়া নাড়ছে। শুভ সময় শুরু হচ্ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে বুধবার দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত। বলাই বাহুল্য বুধবার সকাল ১০.৪৫ থেকে একটি শুভ যোগ শুরু হচ্ছে যা থাকছে বেলা বারোটা বেজে তিরিশ বেজে কিছু সময়ের আশেপাশে।
তাই ভাইফোঁটার জন্য এই সময়টাকেই বেছে নিচ্ছে অনেকেই। ভাই ফোঁটা আসলে ভাইয়ের মঙ্গল কামনায় বোন বা দিদির পুজো। যেখানে যমুনা যমকে ফোঁটা দেওয়ার পর যম অমরত্ব লাভ করে। আর সেই একই রীতি মেনে বাংলার সকল বোনেরা কার্তিক মাসের এই তিথিতে ফোঁটা দিয়ে তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে।
ছবি - পিন্টারেস্ট।