চলতি ক্রিকেট বিশ্বকাপে ঘটে গেলো এক লজ্জাজনক ঘটনা। নিন্দার ঝড় ক্রিকেট মহলে। গত ৬ই নভেম্বর সোমবার চলতি ক্রিকেট বিশ্বকাপের ৩৯ তম ম্যাচ খেলা হলো অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। যেখানে বাংলাদেশ প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। বিপরীতে ব্যাট করতে নেমে কিছু দ্রুত উইকেট হারিয়ে ফেলে। এবং ক্রমবর্ধমান হিসেবে ছয় নম্বরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তারপর তিনি তার হেলমেট পরিবর্তন করতে গেলে তাকে আউট ঘোষণা করা হয়। বাংলাদেশী ক্রিকেটার সাকিব হাসান আম্পায়ারের কাছে ম্যাথিউস এর টাইম আউটের দাবি করেন। আম্পায়ার এবং ম্যাথিউস নিজেও সাকিব কে এই দাবি প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি তা অস্বীকার করেন।
তবে পুরোটাই কি নিয়মের বাইরে? সেটা বলা যায়না। কারণ ক্রিকেট নিয়মেই বলা আছে খেলা চলাকালীন যদি কোন ব্যাটসম্যান আউট হন বা চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান তবে তার পরবর্তী ব্যাটসম্যানকে সর্বেচ্চ ৩ মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। নচেৎ তাকে টাইম আউট গন্য করা হবে। এরূপ নিয়ম থাকলেও তা ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত কেউই দাবি করেনি। মানবতা বিসর্জন দিয়ে সাকিবের এহেন আচরণ চারিদিকে নিন্দার ঝড় তুলেছে।
খোদ বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে এরকম লজ্জা জনক ঘটনা নিয়ে শোরগোল চলছে সমাজ মাধ্যম গুলিতে। বলা বাহুল্য দুই দলই প্রায় ছিটকে গেছে সেমি ফাইনালের দৌড় থেকে। কাল ম্যাচে হেরে শ্রীলঙ্কার এলিমিনেশন নিশ্চিত হয়েছে তবে বাংলাদেশও অনেক আগেই ছিটকে গেছে। তাই এরকম অমানবিক খেলার কোনো কারণ বোঝা যাচ্ছেনা। ঘটনার জন্য নিন্দার ঝর তুঙ্গে !
ছবি সংগৃহীত।