সর্বশেষ অলিম্পিক আয়োজন হয়েছিল ২০২০ সালে, এবং আগামী অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরে অর্থাৎ ২০২৪ সালে। কিন্তু এরই মধ্যে খুশির খবর এলো ক্রিকেটপ্রেমীদের জন্য।
১২৮ বছর পরে আবার হয়তো ক্রিকেটকে ফেরানো হবে ২০২৮ লস্ অ্যাঞ্জেলাস অলিম্পিকে। তবে এই খবরে এখনও অলিম্পিকের অফিসিয়াল শীল মোহর পরা বাকি। যা চলতি সপ্তাহে ১৫-১৬ই অক্টোবরে মুম্বাইতে আয়োজিত ১৪১ তম ইন্টারন্যাশনাল অলিম্পিক সংস্থার মিটিংয়ে নির্ধারিত হবে।
চলতি সপ্তাহে অলিম্পিকের সমাজ মাধ্যমের একাউন্ট থেকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ছবি পোস্ট করা হয়, যা নেটিজেনদের মধ্যে ক্রিকেটের প্রত্যাবর্তনের জল্পনা শত গুন বাড়িয়ে দিয়েছে।
এই খবর নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলাস অলিম্পিক কমিটি এবং আইসিসি। তবে এখনই এক দিনের খেলা নয়, আপাতত টি টোয়েন্টি রূপেই তার প্রত্যাবর্তন হবে বলেই জানা গিয়েছে। তবে নিশ্চিত জানতে নজর থাকবে চলতি সপ্তাহের অলিম্পিক মিটিংয়ে।