মহেন্দ্র সিংহ ধোনি নামটা এমনই যা শুনলে সকলের ইমোশন জেগে ওঠে। ইনি এমন একজন মানুষ যার জন্য নব্বইয়ের দশকের ক্রিকেট প্রেমীদের মনে আলাদা একটা স্থান করে রাখা আছে। এক কথায় বলতে গেলে তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি আইসিসির তিনটি ফরম্যাটেই ভারতকে বিশ্ব সেরা করেছেন।
ভারতীয় লীগ ক্রিকেটেও পিছিয়ে নেই তিনি। রোহিত শর্মার সাথে ধোনিও সফল অধিনায়কদের মধ্যে একজন। আর এবারে ধোনির সম্পর্কে উঠে এলো এক চাঞ্চল্য কর তথ্য। বলা হচ্ছে ধোনি একমাত্র যিনি সচিন তেন্ডুলকরের অধিনায়কত্বের বিরুদ্ধে, বিরাট কোহলির অধিনায়কত্বের বিরুদ্ধে এবং আইপিএল ২০২৪ এ শুভমান গিলের অধিনায়কত্বের বিরুদ্ধে খেলবেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেটের তিন আলাদা প্রজন্মের বিরুদ্ধে খেলবেন মহেন্দ্র ধারাবাহিক সিংহ ধোনি।
এছাড়াও এবারের আইপিএলের সংস্করণে তিনিই সর্ব জ্যেষ্ঠ অধিনায়ক। প্রিমিয়ার লিগে যে যেই দলকেই সাপোর্ট করুন নাই কেনো এই মানুষটিকে একবার দেখার জন্য চেন্নাইয়ের যেকোনো ম্যাচ দেখতেই স্টেডিয়াম গুলি হাউসফুল হয়ে যায়। আর যারা যেতে পারেননা তারা টিভির সামনে বসে পরেন একটাই কথা বলতে "মাহি মার রহা হ্যায়"।
ছবি সৌজন্যে দি কুইন্ট।