বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন মিগজাউম ইতিমধ্যেই আছড়ে পড়েছে দক্ষিণী উপকূলে। আর তাতেই বন্যায় ভাসছে গোটা চেন্নাই। সদ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার জলের টানে বড়ো বড় গাড়ি ভেসে চলে যাচ্ছে দেখলে মনে হয় যেনো খেলনা গাড়ি।
সমুদ্র তীরবর্তী জনবসতির মানুষদের উদ্ধার করা গেলেও ১৭জন নিখোঁজ হওয়ার খবর আসছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। বন্যা প্লাবিত অঞ্চল গুলিতে ইতিমধ্যেই ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও উদ্ধার কার্যে যোগ দিয়েছেন।
হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে জলমগ্ন এলাকায় আক্রান্তদের জন্য খাবার , পানীয় জল এবং প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে। চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী জোর কদমে উদ্ধারকার্য এবং ত্রাণ পাঠানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন।
২০১৫ সালের পর আবার ২০২৩ এর এরকম ভয়াবহ বন্যা অধ্যুষিত চেন্নাইয়ের জন্য প্রার্থনা করছে গোটা দেশ।
ছবি সৌজন্যে উইকিপিডিয়া।