গত বুধবার সংসন্দে নাটকীয় এবং নৃশংস আক্রমণের ২২ বছরের পূর্তির দিনেই ফের সংসদে হামলা। পুরো ঘটনায় সমালোচনার মুখে সংসদের নিরাপত্তা ব্যাবস্থা। এদিন সংসদের নিচের ভাগে আইন বিভাগীয় একটি সভা চলাকালীন সময়ে উপরের ভাগেও সেদিন মন্ত্রী পরিষদের একটি সভা চলছিল। আর এই সভা চলার সময়েই দর্শনার্থীদের স্থান থেকে দুজন অপরিচিত ব্যক্তি লাফ মেরে নেমে আসেন সভার স্থানে। এসে একটি গোলমালের পরিস্থিতি সৃষ্টি করেন এবং রঙিন ধোঁয়া স্প্রে ছড়ান।
এরপর মন্ত্রী এবং নিরপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা অফিসাররা মিলে ওই আক্রমণকারী দুই ব্যক্তিকে ধরতে হিমশিম খান। তবে ওই দুই ব্যক্তির অভিপ্রায় সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশের সহায়তা প্রার্থনা করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
পরে যদিও সংসদে উপস্থিত দুই আক্রমণকারী কে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এছাড়াও সংসদের বাইরের সিসি টিভি ফুটেজে সংসদের বাইরের একটি বিক্ষিপ্ত ঘটনাতেও দুই জনকে রঙিন ধোঁয়া স্প্রে করতে দেখা যায়। তাদের সাথে ভেতরের দুই ব্যাক্তির কোনো সম্পর্ক আছে কিনা তার তদন্ত চলছে।
ছবি সংগৃহীত।