মহম্মদ শামি ভারতের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। পুরো ২০২৩ এক দিনের বিশ্বকাপ জুড়ে তাঁর বোলিংয়ের উজ্জ্বল আলোয় চোখ ঝলসেছে ক্রিকেট ভক্তদের। ভারতীয় ক্রিকেট দল শেষ জয় ছিনিয়ে নিতে না পারলেও পুরো সিজনে তাঁর পারফরমেন্স কে সম্মান জানাতে আগেই ভারত সরকারের পক্ষ থেকে অর্জুন পুরস্কারের জন্য শামির নাম বেছে নেওয়া হয়। আর সেই অপেক্ষার অবসান হলো ৯ই জানুয়ারি মঙ্গলবার। এদিন রাষ্ট্রপতি ভবনে ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর কাছ থেকে পুরস্কার নেন মহম্মদ শামি।
এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগ ঘন পোস্ট ও করেন তাতে লেখেন "আজ আমি খুব গর্ব বোধ করছি যে আজ আমি রাষ্ট্রপতির থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হতে পেরেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছেন এবং আমার ভালো এবং খারাপ সময়ে আমাকে সঙ্গ দিয়েছেন।"
ব্যক্তিগত জীবনে অনেক তিক্ততার সম্মুখীন হয়েছেন শামি। কিন্তু থেমে যাননি। বরং ঘুরে দাঁড়িয়েছেন এবং দেশের নাম উজ্জ্বল করতে নিজের সব টুকু বাজি রেখেছেন।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D