বৃহস্পতিবার পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ১৭ তম ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারত ও বাংলাদেশ একে ওপরের প্রতিপক্ষ দল হিসেবে অংশ নিয়েছিল। বাংলাদেশ প্রথমে ২৫৬ রানে তাঁদের ইনিংস শেষ করলে ২৫৭রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি ও কে এল রাহুলের সমবেত চেষ্টায় সহজেই ভারত জিতে যায়। ম্যাচের একদম শেষ বলে শতরান করেন কোহলি। তার পর থেকেই তর্ক বিতর্কের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এর মধ্যেই ঘটে অদ্ভুত এক ঘটনা, যার সারা পড়েছে বিশ্ব জুড়ে।
ভারত তখন ২৫৫রানে, অর্থাৎ মাত্র এক রানেই আসবে জয়। কিন্তু তখনও ভারতের হাতে নয় নয় করে প্রায় সাড়ে নয়টি ওভার বাকি। স্ট্রাইকার ব্যাটসম্যান হিসেবে দাঁড়িয়ে ছিলেন ৯৭ রানের বিরাট কোহলি, মুখিয়ে আছেন একটি বলে নিজের শতরান এবং ভারতকে জয় এনে দেবেন বলে, কিন্তু তখনই অপরদিকে থাকা বাংলাদেশী বোলার নাসুম আহমেদ বিরাট কোহলিকে একটি স্ট্যাম্প এবং লেগের বাইরে গিয়ে বল দেন, যেটা সহজেই নো বল হয়ে যাওয়ার কথা।
তবে এক্ষেত্রে আম্পায়ার রিচার্ড কেটেলবরুগ সেটি নো বল দিতে অস্বীকার করেন। এবং পরে একটি ৬এর সাথে বিরাট কোহলি শতরান করেন এবং ভারতকে জয় এনে দেন।
বিশিষ্ট মহলের দাবি সম্ভবত ওই সময় ভারতের জিত নিশ্চিত থাকার জন্য এবং এক প্রকার ইচ্ছাকৃত নো বল করার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্যই জোর জল্পনা চলছে ক্রিকেট মহলে।