আজ কলকাতার ইডেনে খেলা হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা, যা চলতি বিশ্বকাপের মোট ৪৮ ম্যাচের মধ্যে ৩৭ তম। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ প্রায় শেষের দিকে। আজকের ম্যাচে টস জিতে ভারত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব্যাটে নেমে বিরাট কোহলি এক দুর্দান্ত এবং ধৈর্য্যশীল শতরান করেন। এছাড়াও শ্রেয়স, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার ফিনিশিংয়ে ভারত পৌঁছে যায় ৩২৬ রানে।
প্রথমে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের সামনে ৩২৭ রানের এই টার্গেট বড়ো মনে না হলেও জাদু দেখান জাদেজা। মাত্র ৩৩ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট যা এক প্রকার মেরুদন্ড ভেঙে দেয় আফ্রিকানদের। সাথে সিরাজ, শামী ও কুলদীপের সহযোগিতায় মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং ২৪৩ রানে জয় হয় ভারতের । আজ বুমরাহ উইকেট শূন্য থাকলেও তার ইকনোমিকাল স্পেল ভারতকে বড়ো ব্যবধানের জয় পেতে সাহায্য করেছে।
এরপরে ভারতের গ্রুপ লীগের শেষ ম্যাচ খেলা হবে নেদারল্যান্ডের বিরুদ্ধে। তার পর সেমি ফাইনাল। ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমি ফাইনালের টিকিট নিশ্চিত হলেও তৃতীয় স্থানে মোটামুটি ভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের জায়গা নিশ্চিত। তবে চতুর্থ স্থানে কোন দল আসবে তা এখনও নিশ্চিত নয়। ভারত এখনও অপরাজিত হয়ে টেবিলের উপরে নিজের জায়গা দখল করে আছে। তবে আসন্ন সেমি ফাইনালেও ভারতের ভালো পারফরমেন্সের জন্য বুক বাঁধছে ভারতবাসী।
ছবি সৌজন্যে: ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজ