ভারত বাংলাদেশ সীমান্ত একটি বাংলাদেশী রেল স্টেশন বেনাপোল।সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ভোট পক্রিয়া । আর সেই উপলক্ষে ভোট পরবর্তী রাজনৈতিক অহিংসা চালু রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। এই অবস্থায় ভারত বাংলাদেশ সীমান্ত নিকট রেল স্টেশন বেনাপোল থেকে ঢাকা গামী ট্রেনটিতে আগুন লাগিয়ে দেয় কয়েক জন দুষ্কৃতী।
এই অবস্থায় ট্রেনে উপস্থিত যাত্রীরা পালানোর চেষ্টা করেন এবং একটি হুড়োহুড়ির সৃষ্টি হয়। এই অবস্থায় ওই ট্রেনেই উপস্থিত ছিলেন এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং কন্যা সন্তান। এই পরিস্থিতিতে আগুনে ঝলসে যায় ওই ব্যক্তির স্ত্রী এবং কন্যা। ততক্ষনে আশপাশের লোক উদ্ধারে এগিয়ে এলেও ঝলসে যাওয়া স্ত্রী ও কন্যাকে ফেলে নিজে বাইরে আসেননি সেই ভদ্রলোক।
ট্রেনের জানালায় এক প্রকার ঝুলন্ত অবস্থায় মৃত্যুকে বরণ করে নেন ওই ব্যাক্তি। পুড়ে ঝলসে গেলেন নিজের ইচ্ছাতেই। মৃত্যুমুখী ওই ভদ্রলোক উদ্ধার করতে আসা একজনকে জানান তাঁর চোখের সামনে কন্যা এবং স্ত্রী যখন মারা গেছেন তিনি নিজেও আর বাঁচতে চাননা।এই অবস্থায় নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। কোথায় আছে বাংলাদেশের নাগরিক নিরাপত্তা!
ছবি সংগৃহীত।