আমরা কেনো দীপাবলি পালন করে থাকি তার পিছনে বহু প্রচলিত মত থাকলেও অতি প্রচলিত কয়েকটি হলো এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ দিতে আসেন। যাতে তাদের পথে অসুবিধা না হয় তাই দীপের আলোয় ভরিয়ে তোলা হয় সব দিক।আর তার থেকেই এই অমাবস্যার নাম দীপান্বিতা অমাবস্যা এবং এই থেকেই এসেছে দীপাবলি।
অনেকের মতে দীর্ঘ চোদ্দো বছর পর যখন বনবাস থেকে রাম নিজের রাজ্য অযোধ্যাতে ফেরেন এবং সিংহাসনে আরোহন করেন তখন রাজ্যের প্রজারা খারাপ দিন শেষ হয়ে নতুন ভালো দিনের আশায় প্রদীপ জ্বেলে এই বিশেষ ঘটনার পালন করেন। সেখান থেকেই এই উৎসবটিকে দীপাবলি নামকরণ করা হয়েছে।
আরও অনেক মত থাকলেও উপরের দুটোকেই বেশি মান্যতা দেওয়া হয়। এই উৎসবে গোটা ভারত মেতে ওঠে আলোর উৎসবে। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আর তত্ব যতই থাক উৎসব সবার। ছেলে থেকে বুড়ো সকলে আলোর উৎসবে আতস বাজি ফাটিয়ে মেতে ওঠে। ভেসে যায় খুশির জোয়ারে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D