ছেলেবেলার অনেক স্মৃতি রেখে চলে গেলেন সিআইডির ফ্রেডেরিক:
5 December 2023
11 Viewed 11
বহুল প্রচলিত এবং সকলের প্রিয় টিভি ধারাবাহিক সি আই ডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিস ওরফে ফ্রেডেরিক। মাত্র ৫৭ বছর বয়সেই নিভলো তাঁর জীবন প্রদীপ। সনি টিভি খ্যাত এই অভিনেতাকে ধারাবাহিকে বেশিরভাগ প্রাণোচ্ছল এবং মজার চরিত্রে দেখা গিয়েছে।
সিআইডিতেও তাঁকে দেখা যেত একটি মজার চরিত্রে, যার কথায় এবং অভিনয়ে আমরা হাসি মজা করে লুটোপুটি খেয়েছি। আর আজ সেই প্রাণোচ্ছল মানুষটির শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে।
জানা গছে লিভার জনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হলে গত সোমবার মধ্য রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তার বাড়িতেই একটি শেষ যাত্রার আয়োজন করা হয়েছে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তার সকল অনুরাগী এবং সহ অভিনেতারা। সকলের ছোটবেলার এই প্রাণোচ্ছল ফ্রেডরিককে হারিয়ে শোকস্তব্ধ সিআইডির অনুরাগীরা।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D