২০১৯ সালের জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে পুলোয়ামা জঙ্গি হামলায় নিহত হয় পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় জওয়ান। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। জায়গায় জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা এবং পাকিস্তানি হামলার সংকটে ভারতীয় সুপ্রিম কোর্টের মতানুসারে ৩৭০ ধারা জারি করা হয়।
কি এই ৩৭০ ধারা? ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা শুধু মাত্র বিপদ কালীন বা যুদ্ধ কালীন পরিস্থিতিতেই জারি করা যেতে পারে। এই ধারা অনুযায়ী ভারতের অন্য রাজ্য গুলির থেকে এই ধারা প্রোজোজ্য এলাকায় কিছু আলাদা নিয়ম থাকবে জার মধ্যে অন্যতম হলো অন্য কোনো রাজ্যের লোক এ রাজ্যে জমি কিনতে পারবেননা।
আজ সুপ্রিম কোর্টের পক্ষে এই ধারা তুলে নেওয়া হলো জম্মু কাশ্মীরের উপর থেকে। এর ফলে ভূস্বর্গ আবার নিত্য ছন্দে ফিরবে বলেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এক্স - এ জানিয়েছেন। এ বিষয়ে আশাবাদী বিশিষ্ট মহলের অনেকেই।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D