বিসিসিয়াই এক অধিকর্তার তরফে জানানো হয়েছে যে বিসিসিআই তাঁর সমস্ত জুনিয়র খেলোয়াড়দের ৭ নম্বর জার্সি তাদের জন্য না চাওয়ার আবেদন করেছেন। বলা হয়েছে এই জার্সি আজ থেকে অবসর তালিকায় নথিভুক্ত হলো।
বলাবাহুল্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর নতুন যুব ক্রিকেট খেলোয়াড়দের ভারতীয় দলের হয়ে খেলা শুরুর আগে সাধারনত ১-১০০ এর মধ্যে যেকোনো একটি নাম্বার তাঁদের জার্সি নাম্বার হিসেবে বেছে নিতে বলেন। যদিও ১০ নাম্বার জার্সি ইতিমধ্যেই ২০১৭ সালেই সচিনের কৃতিত্ব স্মরণীয় করে রাখতে অবসর ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর এবার ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান ইতিহাসে লিখে রাখার জন্য অবসর দেওয়া হলো ৭ নাম্বার জার্সির। অর্থাৎ নতুন যুব খেলোয়াড়রা ভারতীয় জার্সিতে ১-১০০ নাম্বারের একটা বড়ো লিস্ট পেলেও পাবেন ১০ ও ৭ নাম্বার। এই দুটি নাম্বারের জার্সি তুলে রাখা হবে ইতিহাসের সাক্ষী হিসেবে।
মহেন্দ্র সিংহ ধোনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি একটি অপক্ক তরুণ দল নিয়ে তিনটি সাদা বলের ফরম্যাটে সেরার সেরা করেছিলেন দলকে। এছাড়াও বিশ্ব সেরা ফিনিশার এবং আলোর গতিতে স্ট্যাম্পিং করার ক্ষেত্রেও বিশ্বখ্যাতি কুড়িয়েছেন ক্যাপ্টেন কুল। আর আজ সেসব কৃতিত্বই মাথায় তুলে রাখতে অবসর দেওয়া হলো ৭ নাম্বার ভারতীয় ক্রিকেট জার্সির।
ছবি সৌজন্যে: RVCJ