ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেও ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলোনা ইংল্যান্ডও। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ক্যাপ্টেন রোহিত শর্মা নিজ দায়িত্ব পালনে পিছপা হননি। তার ৮৭রানের ইনিংস এবং পরবর্তীতে সূর্য কুমার যাদব এর ৪৯ রানের সহায়তায় ভারত স্কোরবোর্ডে ২৩০ রান খাঁড়া করে।
যা শুরুতে কম মনে হলেও পরে ইংল্যান্ড ব্যাট করতে নামলে সবার ভুল ভেঙে যায়। ইংল্যান্ডের ব্যাটারদের কেউই ভারতের বুমরাহ - শামী - জাদেজা ঝড়ের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পরে। এবং মাত্র ১২৯ রানেই অল আউট হয়ে যায়।
ফলে ভারতের ঝুলিতে আরও দুটি পয়েন্ট যোগ হয়। যার ফলে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ইংল্যান্ডও। গতকাল বাংলাদেশ অফিসিয়াল ভাবে বাদ পড়েছে আর আজ ইংল্যান্ড ক্রিকেট দল অর্থাৎ গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল।
এর সাথেই ভারতের সেমি ফাইনাল খেলার সুযোগ নিশ্চিত হলেও এখনও তা অফিসিয়াল নয়। তবে পয়েন্ট টেবিলের এক নাম্বারে জ্বলজ্বল করছে আমাদের ভারত আমাদের তেরঙ্গা। গর্বে আত্মহারা সকল ভারতীয়।