দেখতে দেখতে বঙ্গে শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে বঙ্গে। সবে সবে ইংরেজি নতুন বর্ষের আগমন ঘটেছে। এরই মধ্যে হাজির মকরসংক্রন্তি। পৌষ মাসের শেষে বঙ্গ জুড়ে পালন হয় এই বিশেষ দিন। শুধু বাংলা নয় বরং পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই আলাদা আলাদা নামে দিনটির পালন করা হয়।
বাংলায় মকর সংক্রান্তিতে পুজো করে পিঠে পুলি খাওয়ার চল রয়েছে। এদিন দেবী লক্ষ্মীর পুজো করে নতুন চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে খাওয়াই নিয়ম। বাংলায় এই দিনটি নবান্ন উৎসব হিসেবেও পরিচিতি পায়। এই সময় কৃষকদের ঘরে ওঠে নতুন অন্ন আর তা থেকেই নবান্ন কথাটির উৎপত্তি।
এছাড়াও পোঙ্গাল, বিহু, লোহরি নামেও বিভিন্ন রাজ্যে এই দিনটি ধুমধাম করে পালন হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিনটি পালনে মেতে ওঠে সকলেই। আর এবার এই বিশেষ দিনটি উদযাপিত হবে ১৫ই জানুয়ারি দিনটিতে।
ছবি সংগৃহীত।