স্বপ্ন ভঙ্গ একশো একত্রিশ কোটির, দুঃস্বপ্নের রাত ভারতের বুকে:
19 November 2023
4 Viewed 4
রবিবারের অনুষ্ঠিত আয়োজক দেশ ভারত বনাম পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলো বিশ্বকাপ ফাইনাল। আর তাতে ভারতকে ছয় উইকেটে পরাজিত করে বিশ্ব সেরা হল অস্ট্রেলিয়া। এটি তাদের ষষ্ঠতম খেতাব।
কার্যত বিদ্ধস্ত সকল ভারতীয়। প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বল করার সিদ্ধান্ত নেয় এবং ভারত প্রথমে ব্যাট করতে নামে। এরপর শুরুতেই রোহিত শর্মা ব্যাট চালালেও সুভমান গিল এর উইকেটে ধির হয়ে পরে রান। পরে বিরাট কোহলিও ঝড় তুলতে শুরু করলে পরপর আউট হন রোহিত, শ্রেয়সরা। বিরাট এবং রাহুল ধৈর্য্যশীল ব্যাটিং করলেও আর কেউই চমক দেখাতে পারেনি। মেরে কেটে ভারতের ওঠে ২৪০রান।
এবং পরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র চার উইকেটের বিনিময়ে তুলে দেন ২৪১ রান। স্বপ্নের রাত মুহূর্তেই দুঃস্বপ্নের রাতে ঘুরে গেলো ভারতীয় দের জন্য। তবে ভোরের আলোর অপেক্ষায় সকলে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D