গত বুধবার সংসন্দে নাটকীয় এবং নৃশংস আক্রমণের ২২ বছরের পূর্তির দিনেই ফের সংসদে হামলা। পুরো ঘটনায় সমালোচনার মুখে সংসদের নিরাপত্তা ব্যাবস্থা। এদিন সংসদের নিচের ভাগে আইন বিভাগীয় একটি সভা চলাকালীন সময়ে উপরের ভাগেও সেদিন মন্ত্রী পরিষদের একটি সভা চলছিল। আর এই সভা চলার সময়েই দর্শনার্থীদের স্থান থেকে দুজন অপরিচিত ব্যক্তি লাফ মেরে নেমে আসেন সভার স্থানে। এসে একটি গোলমালের পরিস্থিতি সৃষ্টি করেন এবং রঙিন ধোঁয়া স্প্রে ছড়ান। ওই দিন বাকি অভিযুক্তদের সঙ্গেই সংসদ চত্বরে হাজির হয়েছিলেন ললিত ঝাঁ। তাঁকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। হামলার আগে তিনি সকল অভিযুক্তর মোবাইল ফোন কেড়ে নিয়ে নিয়েছিলেন। হামলার পর, তিনি সেগুলি নিয়ে বাসে করে দিল্লি থেকে রাজস্থানে পালিয়েছিলেন।
বর্তমানে শোনা যাচ্ছে, ওই হামলা ঘটনার মূল হামলাকারী ললিত ঝাঁ সহ সকল অভিযুক্ত দের মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রবিবার (১৭ ডিসেম্বর) রাজস্থান থেকে অভিযুক্তদের ফোনের সকল যন্ত্রাংশ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তবে সবকটি ফোন পোড়া অবস্থাতেই পাওয়া গেছে।
অনুমান করা হচ্ছে, ললিত ঝাঁ ই এই ঘটনার মূল পরিকল্পনাকারী। হামলার আগে, তিনি সকল অভিযুক্তর মোবাইল ফোন নিয়ে নিয়েছিলেন। হামলার পর, তিনি সেগুলি নিয়ে বাসে করে দিল্লি থেকে রাজস্থানে পালিয়েছিলেন। সেখানে গিয়ে ভগৎ সিং ফ্যান ক্লাব ফেসবুক পেজের এক বন্ধুর সঙ্গে ফোনে কথাও বলেছিলেন ললিত। তারপরই, প্রমাণ লোপাটের জন্য নিজের-সহ সকল অভিযুক্তর ফোন পুড়িয়ে দিয়েছিল ললিত, এমনটাই দাবি দিল্লি পুলিশের।