সদ্য হিট অ্যান্ড রান আইন সংশোধন করা হয়েছে। যা নিয়ে দেশ জুড়ে বড়ো গাড়ি চালক ধর্নায় বসেছেন টানা দুদিন ধরে। আর এই নতুন আইন কিভাবে কার্যকরী হয় কখন কার্যকরী হয় এবং এর শাস্তি কি আসুন জেনে নিই,
হিট অ্যান্ড রান আইন বর্ণিত আছে ভারতীয় সংবিধানের ৩০৪ এবং ৩০৪(A) ধারায়। যখন চালকের অনিচ্ছায় কোনো দুর্ঘটনা ঘটে এবং তার জন্য কারো মৃত্যু হয় তখন ৩০৪ (A) ধারায় মামলা রুজু করা হয়। এর শাস্তি হিসেবে দু বছরের কারাবাস ধার্য হয়। বলে রাখি সড়ক দুর্ঘটনায় ৩০৪ (A) ধারায় বেশি নথিভুক্ত হয়।
তবে সব থেকে বেশি শাস্তিযোগ্য ধারা হলো ৩০৪ নং ধারা। যেখানে নির্ধারিত বেগের থেকে বেশি জোরে গাড়ি চালানো , সিগনাল ভেঙ্গে যাওয়ার সময় অথবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য যদি কোনো পথ দুর্ঘটনা ঘটে এবং কারো মৃত্যু হয় তবে প্রধানত ৩০৪ ধারায় মামলা রুজু হয়। এছাড়াও ইচ্ছাকৃত আইন ভঙ্গ এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আরও কয়েকটি মামলা রুজু হয়। যেখানে ১০ বছরের কারাবাস বা ৭ লক্ষ টাকার মতো বড়ো অঙ্কের জরিমানা ধার্য করা হয়।
ছবি সংগৃহীত।