দীপাবলি বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব হওয়ার দরুন এর ইতিহাস নিয়েও চর্চা কম হয়নি। এরূপ নামকরণের পিছনে থাকা প্রচলিত নিয়ম গুলোর মধ্যে কিছু মানুষ বিশ্বাস করেন এদিন রাম দীর্ঘ ১৪ বছর পর অযোধ্যায় ফিরে সিংহাসনে আরোহণ করেন। আর এই দিন টিকে স্মরণীয় করতে প্রজারা সারা রাজ্য দীপের আলোয় ভরিয়ে তোলেন সেই থেকেই এই তিথির নাম দীপাবলি।
আবার অনেকের মতে এই অমাবস্যা তিথিতে স্বর্গলোকে থেকে আসা আমাদের পূর্বপুরুষদের ফিরে যাওয়ার দিন। আর তাদেরই যাতে পথের অন্ধকারে অসুবিধায় না পরেন তাই পথের ধারে এবং বাড়ির আনাচে কানাচে সর্বত্রই প্রদীপ দেওয়া হয়। আর এই থেকেই দীপাবলির উৎপত্তি।
এছাড়া শোনা যায় সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আলোয় চারপাশ ভরিয়ে তোলা হয়। প্রদীপের আলোর শিখায় ঝলসে যায় সব খারাপ। তাই দীপের আলোয় ঘেরা এই উৎসবকে দীপাবলি নাম দেওয়া হয়েছে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D