দীপাবলিতে মা কালীর পাশাপাশি পূজিত হন দেবী লক্ষ্মী কেনো তা জেনে নিন:
10 November 2023
0 Viewed 0
কদিন আগেই গেলো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর তার চার দিন পরই হলো কোজাগরী লক্ষ্মী পুজো। এর কদিনের মধ্যে আবার লক্ষ্মীর আরাধনায় কারণ হয়তো আমাদের অনেকেরই অজানা।
দীপাবলির এই অমাবস্যা তিথিতে বাড়ির সর্বত্র প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের সমস্ত অশুভ শেষ করে দিতে। তবে এর আরও একটা কারণ হলো পূর্বপুরুষ দের উৎসর্গ করে আলোয় ভরানো হয় যাতে তাঁরা তাদের পথে কোনো বাঁধা না আসে। আর দীপ দিয়ে চতুর্দিক ভরিয়ে তোলা হয় বলেই কার্তিক মাসের এই অমাবস্যার আরেক নাম দীপান্বিতা অমাবস্যা।
এরই মধ্যেই অনেক গৃহস্থের বাড়িতে লক্ষ্মী দেবী পূজিত হন ধুমধাম করে। কেনো এই পুজো? তাহলে জেনে নিন। পুরাণ মতে এই পুজো অলক্ষীকে উৎসর্গ করা হয়। বলা হয় সমস্ত খারাপের সাথে অলক্ষ্মীকেও বিদায়ের জন্য তাকে পুজো দিয়ে বিদায় দেওয়া হয়। অর্থাৎ সকলের জীবন থেকে অলক্ষ্মী বিদায় ও অশুভ সব চিহ্ন মুছে দিতেই এই আলোর উৎসব।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D