ভারত হলো বৈচিত্রের দেশ। বলা হয় ভারত ঘুরলেই বিশ্ব ঘোড়া হয়। আর তাইই ভারতকে উপমহাদেশ তকমা দেওয়া হয়। আর এই উপমহদেশের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এর মধ্যে অন্যতম।
আর সেই বহু প্রাচীন সময় থেকে ভারতে এই দিনটি পালন হয়। বেদ থেকেও এর গুরুত্ব জানা যায়। প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে জানুয়ারি মাসে এবং বাংলার পৌষ মাসে মকর সংক্রান্তি পালন করা হয়। মকর সংক্রান্তি আসলে সূর্যদেবের উপাসনার জন্য করা হয়। বলা হয় আধ্যাত্মিক ভাবে সূর্য উপাসনা করলে জীবিত কালেই স্বর্গ লাভ হয়। সে জন্যই এইদিন গঙ্গা স্নান করা ও পরে সূর্যপুজো করার চল আছে।
এছাড়াও বলা হয় এদিন সূর্য নতুন রশিতে প্রবেশ করে। যাতে পৃথিবীতে আসা আলোর পরিমাণ বাড়াবে এবং জোরদার করবে। এছাড়াও এই দিনটিতে নতুন ফসল তোলার জন্য আদিবাসীদের মধ্যে নবান্ন উৎসব নামেও পরিচিত। অনেক বাড়িতে এদিন লক্ষীদেবির আরাধনাও করা হয়।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D