সংসদে হামলায় থমথমে পরিবেশ, আত্মসমর্পণ মূল অভিযুক্তের:
16 December 2023
6 Viewed 6
এদিন সংসদে হামলার মূল অভিযুক্ত ললিত ঝাঁ বৃহস্পতিবার নিজের এক সাহায্যকারী সহ থানায় গিয়ে আত্ম সমর্পণ করেন এবং হামলার কথা স্বীকার করেন। আর এর পরই তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।
এদিন দিল্লির সংসদে চলতি সভায় কয়েকজন দুষ্কৃতী সাধারণদের বসার জায়গা থেকে লাফিয়ে মন্ত্রিসভায় সীমানার মধ্যে ঢুকে আসে এবং গ্যাস স্প্রে করে সভায় তাণ্ডব করতে থাকে। পরবর্তীতে ওই দুজনকে প্রতিরক্ষা আধিকারিকরা গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেন।
এরকম লজ্জা জনক ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয় সংসদে। কিছু ক্ষণের জন্য নিম্ন কক্ষের আইন বিভাগীয় সভা এবং উচ্চ কক্ষের মন্ত্রী সভা কিছু খনের জন্য বন্ধ রাখা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার পুনরায় চালু করা হয়। যদিও এই ঘটনার উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে গ্যাস স্প্রে গুলি বিষাক্ত ছিলনা। তাই হত্যা জনিত লক্ষ্য কারো ছিলনা বলেই প্রাথমিক তদন্তের পর জানিয়েছে দিল্লি পুলিশ।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D