SLST চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ১০০০ তম দিনের অপেক্ষার প্রতিবাদে মাথার চুল কামিয়ে ফেললেন মহিলা চাকরিপ্রার্থী:
9 December 2023
2 Viewed 2
কলকাতার রাজপথে SLST চাকরি প্রার্থীদের ধর্ণার আজ ১০০০ দিন পূর্ণ হলো। পরীক্ষায় দুর্নীতি এবং যোগ্য হওয়া সত্বেও প্যানেলে নাম না থাকার দরুন ধর্নায় বসেন যোগ্য প্রার্থীরা।
এরপর জলের মতো সময় বয়ে গেছে, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে তাঁদের নিয়োগের ব্যাবস্থা করবেন বলে জানালেও আজ একহাজার দিন পরেও টনক নড়েনি সরকারের। রোদ ঝড় জল বর্ষায় উৎসবে দুঃখে গান্ধী মূর্তির নিচেই ঠাঁই হয়েছে তাঁদের।
এতদিনের প্রতিবাদে যখন সরকারের নজর কাড়লোনা তখন এক মহিলা চাকরিপ্রার্থী নিজের মাথার চুল কামিয়ে এক অনন্য নিশ্চুপ এবং লজ্জাজনক প্রতিবাদের ঝড় তুললেন। একি শুধু রাজ্য? বরং পুরো দেশের শিক্ষিত সমাজের প্রতি এক লজ্জার দিন। এই ঘটনা দেখে এই বিশাল ভারতের কেউ না কেউ নিশ্চই শিক্ষিত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন যে শিক্ষিত হওয়ার সম্মান কোথায়! এই লজ্জায় চুপ বিশিস্তমহুল। বলা ভালো সরকার ও ঠিক আগের মতোই চুপই আছেন।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D