গত ৮ই অক্টোবর ভারতের ২০২৩ বিশ্বকাপের প্রথম খেলা অনুষ্ঠিত হয় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খেলার প্রথম অর্ধে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়া কে ১৯৯ রানে বেঁধে ফেললেও বিধ্বংসী অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ভারত কতটা লড়াই করতে পারে তা নিয়ে চিন্তার কম ছিলনা। এর সাথে ছিল স্লো পিচ।
খেলতে নেমেই প্রথম দুই ওভারেই ভারত খুইয়ে ফেলে তিন উইকেট। জয়টা অসম্ভব মনে হলেও এরপর কিং বিরাট কোহলি ও ইয়াংস্টার কে এল রাহুল মিলে ভারতকে পৌঁছে দেয় জয়ের দুয়ারে। পরে কে এল রাহুল ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। এবং প্রথম ম্যাচেই দুটি পয়েন্ট ঝুলিয়ে ভরে নেয় ভারতীয় ক্রিকেট টিম। বিভিন্ন মাধ্যমে ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে প্রসংশায় পঞ্চমুখ সকলেই। এ প্রসঙ্গে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতীয় দলকে সব দিক থেকে সেরা বলে উপহিত করেছেন।
আগামীকাল ভারতের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। কিছু দিন আগেই তালিবান হামলায় বিদ্ধস্ত দেশটি সব হারিয়ে একমাত্র ক্রিকেটকে সম্বল করেই ঘুরে দাঁড়াচ্ছে। তাদের সামনে নীল আর্মি কিভাবে খেলবে সেদিকেই খেলা প্রিয় ভারতীয়দের নজর। সকলের আশা ভারত এবার বিশ্ব সেরার আসন নেবে।
আগামী কাল নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর দুটো থেকে এই ম্যাচটির সম্প্রচার শুরু হবে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ এবং প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই কালকের ম্যাচের পয়েন্ট কার নামে হবে সেটাই দেখার।
ছবি সৌজন্যে: গুগল