শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। যা প্রতি দু বছর অন্তর অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পর এবার ২০২৪ সালে শুরু হতে চলেছে এই বিশ্বকাপ। ২০২২ সালে এই খেতাব পায় ভারত। ১৯৮৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ইতিহাসে কোন কোন দেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বজয়ী হয়েছে দেখে নিন,
এর প্রথম খেলা হয় ১৯৮৮ সালে সেবারে অস্ট্রেলিয়া খেতাব জয়ী হয় এবং এরপর ১০ বছরের জন্য বিরতি থাকে এই বিশ্বকাপে। পরবর্তীতে ১৯৯৮ সালে পুনরায় খেলা হলে ইংল্যান্ড বিশ্বসেরা হয়। যা ইংল্যান্ডের নামের প্রথম এবং শেষ খেতাব। ইংল্যান্ডের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশও একবারই বিশ্ব সেরার খেতাব পায়। পাকিস্তান দুই এবং অস্ট্রেলিয়া এখনও সর্বমোট তিনটি খেতাব জিতে নিয়েছে।
অনূর্ধ্ব ১৯ পুরুষ বিশ্বকাপের সব থেকে বেশি সফল দল হলো ভারত যাঁরা ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে মোট পাঁচবার বিশ্বসেরা হয়েছেন। এদিক দিয়ে দেখতে গেলে নিউজিল্যান্ড এখনও অসফল। তাই এবারে এই বিশ্বসেরা খেতাব কে জিতবে সেদিকেই নজর সকলের।
ছবি সংগৃহীত।