শনিবার ইসরায়েলের উপর হামাসের সবথেকে বড় হামলা, হতাহতের সংখ্যা বিশাল:
8 October 2023
10 Viewed 10
গত শনিবার প্যালেস্তাইনের ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ইজরাইলের উপর এখনও পর্যন্ত সবথেকে বিধ্বংসী হামলা চালিয়েছে। যাতে তিনশোর অধিক মানুষের মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া গেছে আহতও একশোর বেশি, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই ধারণা। বন্দি করে সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে অত্যাচারও চালাচ্ছে হামাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইজরাইলের এমনই কিছু দুঃখজনক ভিডিও। যা দেখে নেটপারায় রীতিমত চমকে উঠছেন নেটিজেনরা।
হামাস একটি প্যালেস্তাইন সন্ত্রাসবাদী দল যারা ২০০৭ সালে গাজা উপত্যকা দখল করে ইজরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়েছে। এর পর থেকে বহুবার যুদ্ধে জড়িয়েছে দুই পক্ষ। তবে গত শনিবার হামলা চরমতম পর্যায়ে চলে যায়। শোনা যাচ্ছে স্থল, জল এবং আকাশ পথে হামলা চালিয়েছে এই গোষ্ঠী।তবে ইজরাইলও পাল্টা হামলা চালায়।
১৯৮৭ সালে এই হামাসের প্রতিষ্ঠা হয়। এদের লক্ষ্য প্যালেস্তাইনে পাকাপাকি ভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। এর মূল প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিবন্ধী শেখ আহমেদ ইয়াসিন। তিনিই প্রথম ইজরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেখান থেকে এখনও অবধি হামাস সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
এক কথায় বলতে গেলে হামাস ইজরায়েলকে স্বীকৃতি দিতে নারাজ। তাই তারা এই বর্বর ধ্বংসলীলা চালিয়ে চলেছে সাধারণ মানুষের উপর। ছবি সৌজন্যেঃWPTV
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D