দুদিন আগেই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের একমাত্র ছেলের জন্মদিন গেছে। তাঁকে ঘিরেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন বাবা শিখর ধাওয়ান। তিনি সহজে লেখেন তিনি তাঁর ছেলেকে কত ভালোবাসেন এবং কত মিস করেন। তাঁকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ভালো মানুষ হয়ে ওঠার আশীর্বাদ দিয়ে লেখেন তোমার সাথে এই ছবিটি অনেক আগের গতো দুই তিন মাস সব জায়গা থেকে আমি ব্লকড তাই তোমার সাথে দেখা বা কথা বলে উঠতে পারিনি। দূর থেকেই অনেক ভালোবাসা রইলো। ইতি তোমার বাবা।
বলে রাখা ভালো গত অক্টোবরেই শিখর ধাওয়ানের সাথে তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। আর সম্ভবত তারপর থেকেই ধাওয়ান যোগাযোগ করতে পারেননি নিজের ছেলের সাথে। দীর্ঘদিনের সংসার জীবনে ইতি টানার পর শিখর নিজের ভালোবাসা হারিয়েছেন, এর পর পুত্রের থেকে দূরে থাকতে তাঁর কষ্টে সমব্যথী নেটিজেনরা। সদা হাসি মুখে নিয়ে এখনও সমস্ত ব্যথা লুকিয়ে যাচ্ছে প্রিয় গব্বর । আর এবার এগিয়ে এলেন অক্ষয় কুমার। ওই ইনস্টাগ্রআম পোস্টে লেখেন "একজন বাবা হয়ে বুঝতে পারছি এর থেকে বেশি কষ্টের কিছু হয়না"।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D