২০২১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয়তো সর্বমোট ৮ টি দলের মধ্যে, কিন্তু ২০২২ সালের সংস্করণ এ আরও দুটি দল যুক্ত করা হয়, সেগুলি গুজরাট টাইটানস এবং লখনৌ সুপার জয়েন্টস। বরাবর আইপিএল এর দুই স্টার টিম হলো ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই শক্তিশালী দলকে সমানে সমানে টক্কর দিচ্ছে নতুন তৈরি হওয়া এই টাইটানসরা।
২০২২ সালে তৈরি হওয়া এই দল প্রথম বারেই আইপিএলের চ্যাম্পিয়ন হয়। এরপর দ্বিতীয় বারে ২০২৩ সালে ফাইনালে উঠলেও তাদের সামনে থেকে জয় ছিনিয়ে নেয় ধোনির সুপার কিংস। শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্স এর স্টার প্লেয়ার হার্দিক পন্ডিয়া গুজরাটের এই দল কে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পায়। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শোনা যায় গুজরাটের অধিনায়ক হার্দিক পণ্ডিয়ার পুরনো দল মুম্বাইতে ফিরে আসার জল্পনা, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ২০২৪ এর আইপিএল এ নিজের পুরনো হোম মুম্বাই ইন্ডিয়ান্স এ ফিরে আসেন হার্দিক পন্ডিয়া।
নিজেদের সমঝোতার মাধ্যমে ট্রেড করে টাকার বিনিময়ে মুম্বাই টিমে ফেরেন বলে শোনা যায়। তিনি ছিলেন মুম্বাইয়ের একজন গুরুত্তপূর্ণ খেলোয়াড়, মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান একদমই অস্বীকার করা যায়না। বলাই বাহুল্য , আইপিএলের ইতিহাসে হার্দিক কে ছাড়া এই মুম্বাই টিমের খেলার ফলাফল যে ভীষণ খারাপ, তা আমাদের মানে ক্রিকেটপ্রেমীদের প্রায় কারোর কাছেই অজানা নয়। এইজন্যই আরও ভীষণভাবে মরীয়া হয়ে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিকর্তারা। তার ফলাফল হিসাবেই অবশেষে ২০২৪ এর আইপিএল দলে সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনা হলো দলের গর্ব "পন্ডিয়া" কে।
চব্বিশের আইপিএল এ হার্দিক পান্ডিয়ার এই প্রত্যাবর্তন এর খবর পেয়ে ভীষণভাবে খুশি মুম্বাই ইন্ডিয়ান্স এর ফ্যানরা।
ছবি হার্দিক পান্ডিয়ার ফেসবুক একাউন্ট সূত্রে।