পাঁচটি রাজ্যে সদ্য ঘটে যাওয়া বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে। আর সেখানেই চমকপ্রবন ফল দেখিয়েছে ভারতীয় প্রধান মন্ত্রীর ভারতীয় জনতা পার্টি। তেলেঙ্গানা একটি ছোট রাজ্য এবং যার ৯০ টি কেন্দ্রে ভোট ক্রিয়া সম্পন্ন হয়েছে।
আর এই ৯০ টি কেন্দ্রে পঞ্চাশ শতাংশেরও বেশি আসনে এগিয়ে আছে দিক বিদিকের বিজেপি প্রার্থীরা। ঘোষণা হওয়া ফল অনুযায়ী ছত্তিশগড়ে ৫৪টি বুথে এগিয়ে আছে বিজেপি। এবং ৩৫ টি আসন পেয়েছে ভারতীয় নেশনাল কংগ্রেস। জয়ী আসন সংখ্যার হিসেবেই জয়ী হয় বিজেপি। আরও একটি আসন পেয়েছে অন্যান্য দল।
শুধু ছত্তিশগড় নয় মোট পাঁচটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যেই নাটকীয় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।
বিজেপির এরকম ফলে চমকে যাচ্ছেন রাজনীতির বিশিষ্ট মহল। কদিন পরেই আসছে পশ্চিম বঙ্গের ২০২৪ এর বিধানসভা ভোট। সদ্য প্রকাশিত এই পরিসংখ্যানে খুশি নন অনেকেই। তাহলে কি নতুন ভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু হবে? উত্তর লুকিয়ে ভবিষ্যতে।
ছবি সৌজন্যে দি প্রিন্ট।