দক্ষিন আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হাওয়া দ্বিদলীয় অন্তদেশীও ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম খেলায় হার ভারতের। একটা ইনিংস এবং ৩২ রানে জয়লাভ দক্ষিণ আফ্রিকার। প্রথমার্ধে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যাদের মধ্যে কে এল রাহুল ছাড়া কেউই বিশেষ রান তুলতে না পারায় মাত্র ২৪৫ রানেই দশ উইকেটে খুইয়ে ফেলে ভারত।
এরপর ব্যাটে নেমে দক্ষিণ আফ্রিকা তোলে ৪০৮ রান যেখান ডিয়েন এগার নিজেই করেন ১৮৫ রান। এই বিরাট টোটাল তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানেই অলআউট হয় ভারত। তবে এদিনের হারের ব্যবধান আরও বড়ো হতে পারত যদি বিরাট কোহলির ব্যাট থেকে গুরুত্বপূর্ণ ৭৬ রান না আসতো।
ভারতীয় ব্যাটসম্যানদের এহেন স্কোর অবাক করেছে সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আর বাকি একটি টেস্ট ম্যাচ। সাউথ আফ্রিকার মাঠে জয় পাওয়া ভারতীয় ক্রিকেটের মুকুটে একটি আলাদা মাত্রা আনতে পারত। সেটা সম্ভব না হলেও পরবর্তী ম্যাচে ভারতের ভালো ফলের আশায় সকলে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D