এই রবিবার ১৯ শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট জগতের সব থেকে বড় উৎসব, একদিবসিয় ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। আর এবারের দুই ফাইনালিস্ট দল হলো ভারত এবং অস্ট্রেলিয়া। যেখানে বারো বছর পর আবার ফাইনাল খেলার সুযোগ এসেছে ভারতের কাছে। আর এই উপলক্ষেই আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠান। আমন্ত্রণ করা হয়েছে এখনও অবধি এক দিবসিয় বিশ্বকাপ জয়ী সকল ক্যাপ্টেন দের। জানা গেছে সকলেই এই আমন্ত্রণে সাড়া দিলেও পাকিস্তানের ইমরান খান যোগ দেবেন না। অর্থাৎ সবার সাথে দেখা মিলবে ভারতের প্রথম এবং এখনও অবধি শেষ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনিকেও। সকলকে সম্মান জানাতে দেওয়া হবে একটি করে স্পেশাল ব্লেজার যাতে বিশ্বকাপের লোগো থাকবে।
এছাড়াও বলা হয়েছে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের জন্য ভারতীয় বায়ুসেনা দ্বারা একটি এয়ার শো হবে এরপর প্রথম ইনিংসের পানিও বিরতির সময় থাকবে আদিত্য গান্ধভির অনুষ্ঠান। এখানেই শেষ নয় প্রথম ইনিংসের শেষ হয়ে দ্বিতীয় ইনিংসের শুরুর আগের সময় ধরে দেখা যাবে একাধিক জনপ্রিয় শিল্পীদের উপস্থাপনা। এবং সব থেকে বেশি আকর্ষণীয় লেজার লাইট শো যেটা দেখা যাবে দ্বিতীয় ইনিংসের পানিও বিরতির সময়।
এক কথায় একের পর এক বিনোদনের ব্যাবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড। এত অনুষ্ঠানের মধ্যেও টান টান উত্তেজনা কাজ করছে সবার মধ্যেই। ভারতের নামের তৃতীয় ট্রফি আসবে কি সেদিকেই চোখ সকলের। ভারতের কোনায় কোনায় চলছে দেব দেবীর আরাধনা ও মঙ্গল পূজা। বাকিটা সময়ের অপেক্ষা।
ছবি সৌজন্যে ভারতীয় ক্রিকেট টিমের সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট!